পিল খেলে কি মোটা হয়ে যায়

বেশ কিছু নারী, যেমন মিজ মিথিলা, মনে করেন যে জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে মোটা হয়ে যায়। তবে গবেষণায় এটি প্রমাণিত হয়নি।

চিকিৎসকদের মতে, জন্মনিয়ন্ত্রণ বড়ি খেলে মেয়েরা মোটা হয় না। তবে কিছু ক্ষেত্রে ওজন বাড়তে পারে, যা শরীরে জলীয় পদার্থ জমে যাওয়ার কারণে হয়। এটি পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ঘটে এবং কয়েক মাসের মধ্যে চলে যায়।

হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক কিশোয়ার লায়লা বলেছেন, আগে পিল খেলে মোটা হওয়ার ধারণা ছিল, কিন্তু সেটি সঠিক ছিল না। আধুনিক লাইট পিল খেলে মোটা হওয়ার তথ্যও সঠিক নয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক রেজাউল করিম কাজল বলেছেন, পুরনো পিলগুলোতে হরমোন বেশি থাকায় ক্ষুধা বাড়তো এবং শরীরে পানি জমতো, যার ফলে ওজন বাড়তো। কিন্তু বর্তমানে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের পিলগুলোতে এই পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এগুলো রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া মাসিক নিয়মিতকরণসহ বিভিন্ন রোগের চিকিৎসায়ও এই পিলগুলো ব্যবহৃত হয়।

নারীদের মধ্যে মুড সুইং হওয়ার কারণ হতে পারে জন্মনিয়ন্ত্রণ বড়ি। মস্তিষ্কের ওপর পিলের প্রভাব রয়েছে, বিশেষ করে হাইপোথ্যালামাসে, যা যৌনক্ষমতা, ঘুম, মেজাজ, খাওয়ার রুচি নিয়ন্ত্রণ করে।

২০১৯ সালে ‘রেডিওলজি সোসাইটি অফ নর্থ আমেরিকা’র সম্মেলনে উপস্থাপিত একটি গবেষণায় দেখা গেছে, যারা জন্মনিয়ন্ত্রণ বড়ি খেয়েছিলেন তাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের ঘনত্ব কম ছিল। তবে বর্তমানে স্বল্পমাত্রার পিলে মুড সুইং কম হয়, কারণ পিলের হরমোনের মাত্রা কমানো হয়েছে।

Leave a Reply